বাঙালির প্রিয় সরস সময় সৃষ্টি করেছিলেন শিশুসাহিত্যিক সুকুমার রায়। সুকুমার রায় বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্সের প্রবর্তক। তিনি একাধারে শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, লেখক, ছড়াকার ও নাট্যকার। ছড়া, রচনা ও ছবি আঁকায় মৌলিক প্রতিভা ও উদ্ভাবনী শক্তির পরিচয়ও দিয়েছেন। তার লেখা কবিতার বই আবোল-তাবোল, গল্প হযবরল, গল্পসংকলন পাগলা দাশু ও নাটক চলচ্চিত্তচঞ্চরী। এগুলোকে বিশ্বসাহিত্যে ননসেন্স ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়। তার কাব্যে হাস্যরসের সঙ্গে সমাজচেতনাও প্রতিফলিত হয়।
বহুমুখী প্রতিভার অধিকারী সুকুমার রায় ১৮৮৭ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়ায়। বিখ্যাত শিশুসাহিত্যিক, সংগীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার বাবা এবং অস্কারপ্রাপ্ত বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার ছেলে। তিনি বিজ্ঞান, ফটোগ্রাফি ও মুদ্রণ প্রকৌশলে উচ্চশিক্ষা নিয়েছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তিনি ইস্ট অ্যান্ড ওয়েস্ট সোসাইটিতে ‘স্পিরিট অব রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করেন। তিনি রয়াল ফটোগ্রাফিক সোসাইটির নির্বাচিত ফেলো (এফআরপিএস) ছিলেন। স্বদেশি আন্দোলনের সময় তিনি বেশ কিছু গান রচনা করেন এবং নিজে সেগুলো গেয়েছেন। বাবার মৃত্যুর পর তিনি পিতৃপ্রতিষ্ঠিত ‘সন্দেশ’ পত্রিকা পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন। তিনি বাংলা ও ইংরেজিতে কিছু প্রবন্ধও রচনা করেন। ডায়েরির আকারে রচিত ‘হেসোরামের ডায়েরি’ নামে তার একটি অপ্রকাশিত রম্যরচনা আছে। সুকুমার রায় ১৯২৪ সালের ১০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
# ১৭৯৫ ইংরেজ কবি জন কিটস জন্মগ্রহণ করেন
# ১৮৫৩ বিপ্লবী প্রমথনাথ মিত্র জন্মগ্রহণ করেন
# ১৯২৬ ভাষা আন্দোলনের শহীদ রফিকউদ্দিন আহমদ জন্মগ্রহণ করেন
# ১৯০১ আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন
# ১৯৪৬ মুক্তিযোদ্ধা ও বীর উত্তম বদিউল আলম জগ্রহণ করেন
# ১৯৬৪ শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী জন্মগ্রহণ করেন
# ১৯৮৫ সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানী মৃত্যুবরণ করেন