জুনে শেষ হবে সিরাজগঞ্জে বাইলেন প্রকল্পের কাজ

শেয়ার বিজ প্রতিনিধি, সিরাজগঞ্জ: চলতি বছরের জুন মাসের মধ্যে সয়দাবাদ-বেলকুচি-এনায়েতপুর বাইলেন প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে এই প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হয়েছে। পুরোপুরি কাজ শেষ না হলেও এ সড়ক দিয়ে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। এ কারণে মূল সড়কে যানজট কমে গেছে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১০ সালে সয়দাবাদ-বেলকুচি-এনায়েতপুর বাইলেন প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়। ২০১১ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়ক নির্মাণ কাজের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড। শুরু থেকেই কাজের ধীরগতি ছিল। গত ৪ বছরেও এই প্রকল্পের কাজ শেষ না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। পরবর্তীতে তা মেরামত করা হয়। চলতি বছরের জুন মাসের মধ্যে সয়দাবাদ-বেলকুচি-এনায়েতপুর বাইলেন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে। এর আগেই এ সড়ক দিয়ে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, সড়কটি জুন মাসে চলাচলের জন্য উম্মুক্ত করা হবে।