১৬ এপ্রিল জবাব দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের বকেয়া পরিশোধের ১০ মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ১৬ এপ্রিল জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদ এই দিন নির্ধারণ করেন।
আজ শনিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তা সহকারী জামাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত ১৪ মার্চ এ আদালতে গ্রামীণ টেলিকমের ১০ কর্মী বাদী হয়ে ড. ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা করেন। মামলায় ইতিমধ্যে ড. ইউনূসের ঠিকানায় আদালত থেকে জবাব দাখিলের সমন দেওয়া হয়েছে। এ ছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া রয়েছে বলে শ্রম আইনে ২১৩ ধারা মোতাবেক মামলা করা হয়েছে।
(এনটিভি অনলাইন)