আজকের এই দিনে

বাংলা লোকসংগীত পরিচালক, সুরকার ও গায়ক আব্বাসউদ্দীন আহমদ ১৯০১ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহাকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আধুনিক গান, স্বদেশি গান, ইসলামি গান, পল্লিগীতি, উর্দুসহ সব গানেই তিনি পারদর্শী ছিলেন। বিখ্যাত সংগীত ধারা ভাওয়াইয়া গানের সম্রাট বলা হয় তাকে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শুনে তিনি গানের প্রতি আকৃষ্ট হন এবং নিজ চেষ্টায় গান গাওয়া রপ্ত করেন। কিছু সময়ের জন্য তিনি ওস্তাদ জমিরউদ্দীন খাঁর কাছে উচ্চাঙ্গসংগীত শেখেন। কলকাতার গ্রামোফোন কোম্পানি তার দুটি আধুনিক গান রেকর্ড করে। গান দুটি সে সময় খুবই জনপ্রিয় হয়। কাজী নজরুল ইসলামের অনুপ্রেরণা এবং সহযোগিতায় আব্বাসউদ্দীনের কণ্ঠে ইসলামী গানের পাশাপাশি একাধিক ভাওয়াইয়া গানের রেকর্ড হয়। এ কে ফজলুল হকের মন্ত্রিত্বের সময় তিনি রেকর্ডিং এক্সপার্ট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন। ১৯৪৭ সালের পর দেশে ফিরে তিনি তদানীন্তন পাকিস্তান রেডিওতে এডিশনাল সং অর্গানাইজার হিসেবে চাকরি করেন। তিনি চারটি বাংলা চলচ্চিত্রে অভিনয় ও গান করেন। দেশের বাইরে লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, টোকিও, মেলবোর্নসহ পৃথিবীর বহু দেশে তিনি ভাওয়াইয়া পরিবেশন করেন। তার রচিত একমাত্র গ্রন্থ আমার শিল্পীজীবনের কথা। সংগীতে অবদানের জন্য তিনি শিল্পকলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। ১৯৫৯ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

#     ১৯০৬ পূর্ব বাংলার ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়

#     ১৯২২ সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়

#     ১৯২৮ ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক অজয় রায় জন্মগ্রহণ করেন

#     ১৯৭২ স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্বোধন হয়

#     ২০০৬ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়

#     ২০১১ বীর প্রতীক সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা এম হামিদুল্লাহ খান মৃত্যুবরণ করেন

#     ২০১৮ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেন মৃত্যুবরণ করেন