টানা চার বছর বাংলাদেশের সুপার স্টোর খাতে প্রথম স্থান অর্জন করার পাশাপাশি সার্বিকভাবে শক্তিশালী ব্র্যান্ডের পরিপ্রেক্ষিতে অষ্টম স্থান দখল করে নিয়েছে চেইনশপ স্বপ্ন। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্মকর্তাদের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান ও অপারেশন ডিরেক্টর আবু নাছের। এ বছর ৩৪টি বিভাগে সেরা ব্র্যান্ড ও সামগ্রিক শীর্ষ ১৫ ব্র্যান্ডকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিশেষ ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি
