নিজস্ব প্রতিবেদক: বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো পুনর্বহালের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন ব্যাংকটির কর্মকর্তারা। গতকাল মতিঝিলের সেনা কল্যাণ ভবনে থাকা ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের অবরুদ্ধ রাখা হয়।
বৈঠকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আলমও রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
জানা গেছে, গতকাল দুপুর থেকে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মীরা অবস্থান করছেন। বিক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো পুনর্বহাল না করা পর্যন্ত এমডি-চেয়ারম্যান ও বোর্ডের সদস্যদের বের হতে দেওয়া হবে না।
এর আগে, গত ২৩ ডিসেম্বর ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের রুমের সামনে তারা বিক্ষোভ করেন। সেদিন কর্মীদের বলা হয়েছিল, পরবর্তী বোর্ডসভায় বিষয়টি উপস্থাপন করা হবে। গতকাল ছিল বোর্ডসভা। এজন্য সকাল থেকেই প্রধান কার্যালয়ে জড়ো হতে থাকেন ব্যাংক কর্মীরা।
দিন পেরিয়ে রাত হলেও বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কোনো ধরনের আশার বাণী শোনানো হয়নি কর্মীদের। বিক্ষুব্ধ কর্মীদের কয়েকজন জানান, ব্যাংকের লোকসানের জন্য সবাই দায়ী নয়। এজন্য এই শাস্তিও যুক্তিযুক্ত নয়। আমাদের নিজস্ব বেতন কাঠামোতেই বেতন দিতে হবে। নইলে পর্ষদকে অফিস থেকে বের হতে দেব না। এতে যত সময় লাগে লাগুক।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর রাতে বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল জানিয়ে চিঠি ইস্যু করে মানবসম্পদ বিভাগ। চিঠিতে উল্লেখ করা হয়, গত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা বাতিল করা হয়। ওই সিদ্ধান্ত ২২ ডিসেম্বর থেকে কার্যকরের কথাও জানানো হয়। একই সঙ্গে বলা হয়, এখন থেকে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অনুরূপ বেতন কাঠামো হবে।
এতে কমে যাবে ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের বেতন। এ কারণে বেসিক ব্যাংকে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গতকালও বেতন কাঠামো পুনর্বহালের দাবি তোলেন।