আজকের এই দিনে

প্রখ্যাত গীতিকার গোবিন্দ হালদারের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের এই দিনে তিনি পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তার রচিত প্রথম কবিতা ‘আর কতদিন’। গোবিন্দ হালদার প্রায় সাড়ে তিন হাজার কবিতা ও গান লিখেছেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘দূর দিগন্ত’। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত তার লেখা গানগুলো নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গোবিন্দ হালদারের রচিত সমর দাসের সুরারোপিত গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ স্বাধীন বাংলা বেতারে প্রথম সম্প্রচারিত হয়। মুক্তিযুদ্ধের সময় তার রচিত গানের মধ্যে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘লেফট রাইট লেফট রাইট’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘চলো বীর সৈনিক’, ‘হুঁশিয়ার, হুঁশিয়ার বাংলার মাটি’ অন্যতম। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর পাওয়ার পরপরই ১৬ ডিসেম্বর সন্ধ্যায় স্বাধীন বাংলাদেশের বেতারে প্রচারিত হয় তার রচিত ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি। তিনি ভারতের আকাশবাণী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন। গোবিন্দ হালদার ২০১৫ সালের ১৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

#     ১৮৪৮  কার্ল মার্কস কমিউনিস্ট ইশতেহার প্রকাশ করেন

#     ১৬৭৭  ওলন্দাজ দার্শনিক বারক স্পিনোজা মৃত্যুবরণ করেন

#     ১৯০১  কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়

#     ১৯৪১  ইনসুলিনের আবিষ্কারক স্যার ফ্রিডরিখ গ্র্যান্ট ব্যান্টিং বিমান দুর্ঘটনায় নিহত হন

#     ১৯৪৭  অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ জন্মগ্রহণ করেন

#     ১৯৫২  রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর ঢাকায় পুলিশের গুলিবর্ষণে শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে

#     ১৯৬৫  মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী ম্যালকম এক্স নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন

#     ২০০০  বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়