প্রতিনিধি, নাটোর: জনপ্রশাসনে কর্মরত ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তনসহ বেতন সমন্বয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো নাটোরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা।
গতকাল বুধবার সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করলেও নিজ নিজ দপ্তর ত্যাগ করে কর্মবিরতি শুরু করেন কালেকটরেট ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অবস্থান নেন।
এদিকে, কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ। বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
কালেকটরেট সহকারী সমিতির নাটোর জেলা শাখার সভাপতি রমজান আলী বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি (আজ) পর্যন্ত কর্মবিরতি চলবে। এর মধ্যে দাবি-দাওয়া মানা না হলে পুনরায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।