পূবালী ব্যাংক লিমিটেড ও র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাজী আশফাক-উর-রহমান, কার্ড বিভাগের উপ-মহাব্যবস্থাপক হালিমা খাতুন ও র্যাংগস ইলেকট্রনিকসের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. সারওয়ার জাহান চৌধুরী প্রমুখ।