শেয়ার বিজ প্রতিনিধি, সাভার: আশুলিয়ার নয়ারহাটে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী আবদুর রহিম মণ্ডল হত্যা ঘটনায় খুনিদের গ্রেফতার দাবিতে ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধর্মঘট পালিত হয়।
নয়ারহাট বাজারের সহস্রাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। দুপুরে বিক্ষোভ শেষে সমাবেশে বক্তৃতা করেন নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন সাকো, সহ-সভাপতি আবদুল আজিক ভুলু, লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার নয়ারহাটে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আবদুল রহিম মণ্ডল মাথায় গুলিবিদ্ধ
হয়ে নিহত হন। এ বিষয়ে পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারসহ ১৪ জনের নামোল্লেখ করে প্রায় ২০ জনের নামে মামলা হয়েছে।