প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: তরুণী লাইজু বেগম। নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর গ্রামের পাশ দিয়ে বহমান খালে মিলল তার অর্ধগলিত মরদেহ। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত লাইজু বেগম (১৬) নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের লম্বাহাটি গ্রামের চুন্নু মিয়ার মেয়ে। গতকাল শনিবার ১১টায় স্থানীয় একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয় ষোড়শী লাইজু। এরপর পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে লাইজু বেগমকে খোঁজাখুঁজি করলেও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেনি। কেটে যায় টানা চার দিন।
গতকাল সকালে স্থানীয় লোকজন লম্বাহাটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালে একটি লাশ ভাসমান পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে।
এদিকে চুন্নু মিয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি লাইজু বেগমের বলে শনাক্ত করেন। খালের পানিতে দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহের বিভিন্ন অংশে পচন ধরে গেছে। খুঁজে পাওয়া যায়নি কোনো আঘাতের চিহ্ন।