প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২৮২টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৯ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৫১টি নমুনা পরীক্ষার ফলাফলে ২১ জন পজিটিভ হয়েছেন।