ভারতীয় পণ্যের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে



নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে ট্রানজিট চুক্তির আওতায় কনটেইনারবাহী প্রথম ভারতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এমভি সেঁজুতি নামে ভারতীয় জাহাজটি আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এক নম্বর নিউমুরিং কনটেইনার টার্মিনালে নোঙর করেছে।

জাহাজে আনা ২২১টি কনটেইনারের মধ্যে চারটি কনটেইনার বাংলাদেশের স্থলপথ ব্যবহার করে আখাউড়া হয়ে ভারতের আগরতলায় যাওয়ার কথা রয়েছে।

এর মাধ্যমে ২০১৮ সালে ভারত-বাংলাদেশ সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস ফ্রম ইন্ডিয়া’ চুক্তির বাস্তবায়ন শুরু হলো।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় পণ্য পরিবহনে বন্দরের ট্যারিফ শিডিউল অনুযায়ী পোর্ট ডিউজ, পাইলটেজ ফিসহ সব চার্জ আদায় করা হবে।