জয়পুরহাটে গতকাল বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কালাই উপজেলার বিয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আবদুল মালেক। নিহত শহিদুল ইসলাম কালাই উপজেলার বিয়ালা গ্রামের জামেদ আলীর ছেলে। তিনি মাছ চাষ করতেন।

আবদুল মালেক জানান, শহিদুল ইসলাম তার নিজ পুকুরে মাছ চাষ করেন। সকালে  পুকুরের  বৈদ্যুতিক লাইনের সংযোগ বন্ধ করতে দিতে গিয়ে অসাবধানতাবশত সংযোগকৃত ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।