ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগে ভূঞাপুরে কলেজছাত্র আটক

প্রতিবেদক, টাঙ্গাইল: ইসলাম ধর্ম, আল্লাহ ও মহানবীকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেঞ্জার গ্রুপে কটূক্তির অভিযোগে শ্রাবণ হালদার (২০) নামের এক হিন্দু যুবককে আটক করেছে টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোল চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শ্রাবণ ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের শ্যামল হালদারের ছেলে। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। এর আগে সোমবার বিকালে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে করা শ্রাবণের কটূক্তির স্কিনশর্ট ভাইরাল হলে স্থানীয় জনতা মিছিল নিয়ে গেয়ে তার বাড়িতে হামলা করে।

স্থানীয়রা জানান, সম্প্রতি শ্রাবণ তার বন্ধুদের নিয়ে গড়া একটি মেসেঞ্জার গ্রুপে ইসলাম ধর্ম, আল্লাহ ও মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল কটূক্তি করে। তার সেই কথোপকথনের স্কিনশর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরে সোমবার বিকালে স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদরাসা ছাত্র ও মুসল্লিরা এক হয়ে মিছিল নিয়ে গিয়ে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষুব্ধ জনতা গতকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে শ্রাবণকে গ্রেপ্তারের আলটিমেটাম দেয়।

পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। তবে অভিযুক্ত ওই কলেজছাত্রের দাবি, তাকে হেয় করার জন্য তার ফেসবুক আইডি হ্যাক করে কেউ এ কাজ করেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় সিরাজগঞ্জে পালিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গোলচত্বর এলাকা থেকে শ্রাবণকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।