রাজবাড়ীতে গণধর্ষণের মামলায় তিনজনের ফাঁসি

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী) ২০০৩-এর ৯ (৩) ধারায় গণধর্ষণ মামলায় তিন আসামিকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এ সময় আসামিদের অতিরিক্ত এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মজলিসপুরের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪), খানখানাপুর দত্ত পাড়ার আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২০) ও মজলিস পুরের মৃত মোন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (২৬)। রাজবাড়ীর সহকারী পাবলিক প্রসিকিউটর খান মো. জহুরুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। সন্ধ্যায় পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে আসলে গোপালগঞ্জের কোনো বাস না পেয়ে অপেক্ষা করতে থাকেন।

দীর্ঘ অপেক্ষায় কোনো বাস পাননি। এ অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে রানা মোল্লা ও মামুন মোল্লা ইজিবাইক নিয়ে এসে বলেন, এখন বাস পাবেন না। ফরিদপুর গেলে বাস পাবেন। তখন তিনি সরল বিশ্বাসে ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে বসন্তপুর থেকে হান্নান সরদার ইজিবাইকে উঠে আশানীল আচরণ করতে থাকে।

একপর্যায়ে বসন্তপুর আখ সেন্টারের পাশে জলিল মোল্লা বাঁশের ঝাড়ে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং অনেক অনুরোধের পর ভোর রাতে তাকে ছেড়ে দেয়। তখন ভুক্তভোগী দৌড়ে পালিয়ে গিয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্পকে মৌখিকভাবে বিষয়টি জানান এবং ২৫ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন।