স্পেনে পর্যটক কমেছে ৭৫ শতাংশ

শেয়ার বিজ ডেস্ক: ইউরোপে এক সময় করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল স্পেনে দীর্ঘদিন লকডাউনে মারাত্মক সংকটে পড়ে পর্যটন-নির্ভর অর্থনীতি। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (এনআইএস) প্রকাশিত হিসাবে জানিয়েছে, চলতি বছরের জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় দেশটিতে আন্তর্জাতিক পর্যটক ৭৫ শতাংশ কমেছে। খবর: সিএনএন।

দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেওয়া হিসাবে, এ বছরের জুলাইয়ে স্পেন ভ্রমণে গেছেন ২৫ লাখ আন্তর্জাতিক পর্যটক, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ৭৫ শতাংশ কম। এছাড়া জনপ্রতি পর্যটকের ব্যয় ১৭ দশমিক আট শতাংশ কমে ৯৯৪ ইউরোতে দাঁড়িয়েছে।

দেশটির পর্যটনমন্ত্রী ফার্নান্দো ভালদেস বলেন, কভিড-১৯ মহামারির লকডাউন বিধিনিষেধ ও সীমান্ত চলাচল বন্ধ থাকার কারণে পর্যটন খাতে কতটা নেতিবাচক প্রভাব পড়েছে এ পরিসংখ্যানে তা স্পষ্ট। তিনি অবশ্য বলেছেন, আন্তর্জাতিক ভ্রমণ নিয়ে আস্থাহীনতার কারণে শুধু স্পেন নয় এর প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হয়েছে।