নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে আরও একজন রাজস্ব কর্মকর্তার (আরও) মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি….রাজিউন। মো. ইদ্রিস আলী মন্ডল নামে এ রাজস্ব কর্মকর্তা রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত ছিলেন।
রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। রাজশাহী ভ্যাট কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে কাস্টমস ও ভ্যাট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ছয়জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন।
কমিশনার জানান, রাজস্ব কর্মকর্তা মো. ইদ্রিস আলী মন্ডল রাজশাহী ভ্যাট কমিশনারেটের অধিক্ষেত্রাধীন সিরাজগঞ্জ বিভাগে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হন। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। অবস্থার অবনতি হলে ৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় আসগর আলী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাকালে তার পরিস্থিতি এ দপ্তর থেকে নিয়মিতভাবে মনিটর করা হয়েছে।
তিনি আরও জানান, গত তিন-চার দিন থেকে তিনি ক্রমাগতভাবে সুস্থ বোধ করছেন। শুক্রবার তিনি নিজেই চিকিৎসকের অনুমোদনক্রমে তার ঢাকার বাসায় চলে আসেন। আজ বিকেলে হঠাৎ তার অবস্থা খারাপ হয়ে পড়ে এবং হাসপাতালে নেয়ার আগেই বিকেল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।
কমিশনার লুৎফর রহমান জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার নিজ জেলা জয়পুরহাট। তার পরিবারে স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। তিনি অত্যন্ত বিনয়ী, ধর্মপরায়ণ এবং দক্ষ কর্মকর্তা ছিলেন। আল্লাহ তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।
কমিশনার বলেন, রাজশাহী কমিশনারেটের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারি কভিড-১৯ পজিটিভ। আমরা সবার পাশে থাকার চেষ্টা করছি। তবে শুধু রাজস্ব কর্মকর্তা মো. ইদ্রিস আলী মন্ডল ছাড়া অন্যরা সবাই সুস্থ হয়ে উঠেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে এ কমিশনারেটে করোনায় প্রাণহানি এই প্রথম।
কাস্টমস ও ভ্যাট বিভাগের সূত্রমতে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে কাস্টমস ও ভ্যাট বিভাগে মোট ২৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২৪ জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। মারা গেছেন ছয়জন। এর মধ্যে ২০ মে প্রথম মারা যান রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত ছিলেন।
এরপর ১২ জুন ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা খোরশেদ আলম, ১৬ জুন ভ্যাট দক্ষিণের গাড়িচালক আইয়ুব আলী, ২০ জুন ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন শিকদার, ৯ আগস্ট রংপুর ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মো. রহমত আলী।
আরো পড়ুন
করোনায় প্রথম এক ‘কাস্টমস’ কর্মকর্তার মৃত্যু
করোনার কাছে হেরে গেলেন কাস্টমস কর্মকর্তা ‘কবির’
করোনায় আরো এক ‘রাজস্ব কর্মকর্তার’ মৃত্যু
###