বোয়িং ৭৩৭ ম্যাক্স উড্ডয়নের জন্য নিরাপদ

শেয়ার বিজ ডেস্ক : বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ উড্ডয়নের জন্য নিরাপদ বলে ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির এ উড়োজাহাজ ২০১৯ সালের মার্চ থেকে গ্রাউন্ড করা রয়েছে। দুটি পৃথক দুর্ঘটনায় ৩৪৬ জন নিহত হওয়ার পর বিশ্বব্যাপী সমালোচনায় পড়ে প্রতিষ্ঠানটি। খবর : বিবিসি।

ইএএসএ’র নির্বাহী পরিচালক প্যাট্রিক কাই বলেছেন, তার প্রতিষ্ঠান এ মডেলের উড়োজাহাজের পর্যালোচনা করেছে। ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের কিছু নকশা বদল করেছে বোয়িং। তাই এখন এটি উড্ডয়নের জন্য নিরাপদ।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এ বহরের উড়োজাহাজের ফ্লাইট চালুর ছাড়পত্র পেয়েছে কোম্পানিটি। আগামী মাসের মধ্যভাগে ইউরোপেও এর ছাড়পত্র দেয়া হতে পারে বলে জানায় ইএএসএ। 

২০১৯ সালের মার্চে বিশ্বব্যাপী বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের প্রায় দুই-তৃতীয়াংশই ব্যবহার না করে নামিয়ে রাখা হয়েছিল। ২০১৮ সালের ২৯ অক্টোবর ১৮৯ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ইথিওপিয়ান এয়ারলাইনসে থাকা বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ। ২০১৯ সালের ১০ মার্চে বিধ্বস্ত হয় একই মডেলের আরেকটি উড়োজাহাজ। পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের নতুন দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন আরোহী নিহত হওয়ার পর বিশ্বের বেশিরভাগ এয়ারলাইনস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ উড়োজাহাজ ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে বোয়িং এবং বিমান নিরাপত্তার সনদ দেয়া যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও (এফএএ) সমালোচনার শিকার হওয়ার পর একপর্যায়ে এক জরুরি আদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল।

নানা পরীক্ষা-নীরিক্ষা, প্রযুক্তির উন্নয়নে গবেষণা, বোয়িংয়ের শীর্ষপদে রদবদসহ নিরাপত্তা ইস্যুতে ব্যাপক পর্যালোচনার পর গত গত ১৮ নভেম্বরে এফএএ এ মডেলের উড়োজাহাজ আবার যুক্তরাষ্ট্রের আকাশে ওড়ার ছাড়পত্র দিয়েছে। আমেরিকান এয়ারলাইনস ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে মিয়ামি এবং নিউইয়র্ক রুটে ম্যাক্স যাত্রীবাহী উড়োজাহাজের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে।

ওদিকে, ব্রাজিলের গোল এয়ারলাইনসের ভাইস প্রেসিডেন্টও বলেছেন, ‘এ মডেলের উড়োজাহাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নয়ন কাজের পর এখন এর উড়ানের নিরাপত্তার ব্যাপারে তারা পুরোপুরি আস্থাশীল।’ বিশ্বের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলই এ উড়োজাহাজের উড্ডয়ন অনুমোদন করল।