ভক্সওয়াগনকে টেক্কা দিয়ে শীর্ষে টয়োটা

শেয়ার বিজ ডেস্ক: জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি জাপানস টয়োটা মোটর করপোরেশন বিদায়ী ২০২০ সালে জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি ভক্সওয়াগনকে টেক্কা দিয়ে বিশ্বের প্রথম স্থানে উঠে এসেছে। বিশ্বব্যাপী করোনা (কভিড-১৯) মহামারির মধ্যে বিক্রয় হ্রাস পাওয়ার পরও কোম্পানিটি গাড়ি বিক্রয়ে শীর্ষে ওঠে এলো। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী গাড়ি বিক্রির এক গষেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে দেখা যায়, বিদায়ী বছরে টয়োটার গাড়ি বিক্রয় ১১ দশমিক তিন শতাংশ কমে ৯ দশমিক ৫২৮ মিলিয়নে নেমেছে। যেখানে জার্মান ভক্সওয়াগনের ১৫ দশমিক দুই শতাংশ কমে ৯ দশমিক ৩০৫ মিলিয়নে হয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো টয়োটাকে শীর্ষে নিয়ে এলো। খবর: রয়টার্স।

ওই প্রতিবেদনে জানানো হয়, করোনাভাইরাসের লকডাউনের কারণে বিশ্বের ভ্রমণ পিপাসুরা গাড়ি ভ্রমণে যেতে পারেননি। অন্যদিকে শ্রমিক সংকটেও উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বৈশ্বিক বিক্রয় হ্রাস পেয়েছে। যেখানে পেন্ডামিকের ফলেও তুলনামূলক টয়োটা ভালো করেছে। বিশেষত নিজেদের দেশ জাপান মার্কেটে এবং এশিয়ান অঞ্চলে ইউরোপ ও আমেরিকার তুলনায় ভালো বিক্রি হয়েছে।

যদিও টয়োটার একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমাদের ফোকাস (উদ্দেশ্য) কেব্ল র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করা নয়; আমাদের গ্রাহকদের সেবা দেয়ায় মুখ্য উদ্দেশ্য।

গাড়ির বৃহৎ বাজার চীনে টয়োটা, ভক্সওয়াগন এবং অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের বৈদ্যাতিক গাড়ির চাহিদা তেমন একটা বাড়ছে না। ফলে চীনের বাজারের বিক্রিয় কমে গেছে।

টয়োটা জানিয়েছে ২০১৯ সালে তাদের বৈদ্যুতিক গাড়ি বিক্রি ২০ শতাংশ থেকে বেড়ে ২৩ শতাংশে উন্নীত হয়েছে।