ক্রীড়া ডেস্ক : রঙিন পোশাকের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। গত মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সরকারীদের হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল দলটি। কিন্তু সাদা পোশাকের ক্রিকেটে ক্যারিবীয়রা বরাবরই দুর্দান্ত। যা কাল থেকে শুরু হওয়া লাল বলের টেস্ট সিরিজে বাংলাদেশের চ্যালেঞ্জটা বাড়িয়ে দিতে বাধ্য। তবে টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক এসব নিয়ে খুব একটা চিন্তিত নন। নিজেদের প্রস্তুতিতেই যা মনোযোগ তার। চট্টগ্রাম টেস্টের আগে মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘ওদের টেস্ট আক্রমণ অনেক ভালো, অনেক অভিজ্ঞ। তবে আশা করছি এবারও ভালোই হবে।’
টেস্টে জিততে দরকার ২০ উইকেট নেওয়ার মতো বোলিং আক্রমণ। বাংলাদেশের মাটিতে সফল হওয়ার মতো সে রকম বোলিং আক্রমণ আছে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রেও গল্পটা প্রায় একই। ওয়েস্ট ইন্ডিজ কী করতে পারে, মুমিনুলদেরও ভালো করেই জানা আছে। মঙ্গলার যেমন মনে করিয়ে দিলেন, ‘শেষবার তাদের এই বোলিং আক্রমণই এসেছিল। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। আশা করি ভালো হবে।’
বুধবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে বাংলাদেশকে ভোগাতে পারে সফরকারী অফ স্পিনার রহিম কর্নওয়াল তবে বাংলাদেশও বসে নেই। কর্নওয়ালকে ঘিরে পরিকল্পনা করে অনুশীলন করছেন মুমিনুলরা। তাকে সমলানো নিয়ে মঙ্গলবার টাইগার টেস্ট অধিনায়ক বলেন, ‘আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি তাঁকে কীভাবে সামলানো যায়।’
