আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবি যবিপ্রবির নীল দলের শিক্ষকদের

প্রতিনিধি, যশোর: বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ‘মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ সংবাদ পরিবেশন করায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীল দলের শিক্ষকরা। এছাড়া চ্যানেলটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা এবং এ দেশে টেলিভিশনটির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকরা।

গতকাল সোমবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এ তিন দফা দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, ‘জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিজ আল জাজিরার রিপোর্ট নিয়ে বলেছেনÑএ প্রামাণ্যচিত্রে যে ধরনের ইলেক্ট্রনিক যন্ত্রের কথা উল্লেখ করেছেন, সে ধরনের কোনো যন্ত্র ব্যবহারের বিষয়ে জাতিসংঘের চুক্তিতে নেই। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের কোনো কন্টিনজেন্টে এ রকম যন্ত্র ব্যবহার হচ্ছে না।’

তারা বলেন, ‘আমরা সহজেই বুঝতে পারছি প্রতিবেদনটি কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুধু শেখ হাসিনার উন্নয়ন, অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের বিতর্কিত সংবাদ পরিবেশন করা হয়েছে। আল জাজিরার প্রামাণ্যচিত্রে যে জুলকার নাইম সায়েম খানের (ছদ্মনাম-সামি) উদ্ধৃতি দেয়া হয়েছে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে বহিষ্কৃত একজন ক্যাডেট। তার কর্মকাণ্ড সবসময়ই প্রশ্নবিদ্ধ থাকবে, এটাই স্বাভাবিক।’ তারা এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান।

যবিপ্রবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন ডা. মো. ফিরোজ কবির, ড. মো. জাফিরুল ইসলাম, ড. শিরিন নিগার, ড. এএসএম মুজাহিদুল হক, ড. তানভীর ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিত শিক্ষক এতে অংশগ্রহণ করেন।