মুজিববর্ষের অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষের ১০ দিন ব্যাপী অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান।

এসময় প্রয়োজন ছাড়া চলাচল সীমিত রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান আইজিপি। একই সাথে কোন ধরনের সভা-সমাবেশ না করার অনুরোধ করেন পুলিশ প্রধান।

অনুষ্ঠানে পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস) ড. মো. মইনুর রহমান চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি হচ্ছে। যারা জাতির পিতাকে অস্বীকার করে তারা এদেশের মানুষই না। জাতিরপিতাকে অস্বীকার করা মানে জাতিসত্তাকে অস্বীকার করা।

পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২০ হিসেবে পিএসসি বা সমমানের ৪৬ জন শিক্ষার্থীকে ৪ লাখ ৭২ হাজার টাকা, জেএসসি বা সমমানের ২৪ জনকে ২ লাখ ৪০ হাজার টাকা, এসএসসি বা সমমানের ৫০ জনকে ৫ লাখ ৫০ হাজার টাকা, উচ্চ শিক্ষাবৃত্তি হিসেবে ৪ জনকে ৪৪ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়সহ অনেকে।