জলবায়ু সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দু’দিনের এ সম্মেলন ২২ ও ২৩ এপ্রিল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার হোয়াইট হাউসের একটি বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের পথে এটি হবে গুরুত্বপূর্ণ মাইলস্টোন।

চলতি বছরের নভেম্বরে জাতিসংঘে জলবায়ু কনফারেন্স হওয়ার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করে কীভাবে বিশ্বকে আর্থিকভাবে লাভবান করা যায়, পরিবেশ ঠিক রাখা যায় সে আলোচনায় বসবেন বিশ্বনেতারা।

দেশগুলো কীভাবে জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখতে পারে, সম্মেলনে সে বিষয়গুলো ঠিক করার একটা সুযোগ রাখতে বিশ্বনেতাদের গুরুত্ব দিতে বলেছেন বাইডেন।