সাপ্তাহিক দরপতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন ডায়িং

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২০ দশমিক ৪৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটির প্রতিদিন গড়ে দুই কোটি পাঁচ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১০ কোটি ২৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ফাইন ফুডস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩ দশমিক শূন্য আট শতাংশ।

তৃতীয় স্থানে অবস্থানে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ চতুর্থ অবস্থানে ছিল জিবিবি পাওয়ার লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৩০ শতাংশ। এরপরের অবস্থানে ছিল লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৩০ শতাংশ। আর বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ দশমিক ২৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ১২ দশমিক ১৫ শতাংশ শেয়ারদর কমেছে।