মিসরে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৩২

শেয়ার বিজ ডেস্ক: মিসরের মধ্যাঞ্চলে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত এবং আরও ১৬৫ জন আহত হয়েছেন। রাজধানী কায়রো থেকে ৩০০ কিলোমিটারের বেশি দূরের নীল নদের পার্শ্ববর্তী শহর তাহতায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। খবর: বিবিসি, রয়টার্স।

মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, একই পথে একই দিক থেকে আসা একটি ট্রেনের জরুরি ব্রেক অজ্ঞাত ব্যক্তিরা চেপে ধরায় পেছনের অন্য একটি ট্রেন সেটিতে আঘাত হানে।

দেশটির এ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, চলন্ত একটি ট্রেনের ব্রেক চেপে ধরায় সেটি থেমে যায় এবং একই দিক থেকে আসা অন্য ট্রেনটি থেমে থাকা ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। 

স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেন দুটি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। দুটি ট্রেনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সরকারি কৌঁসুলির কার্যালয় বলছে, রাজধানী কায়রো থেকে ৩৬৫ কিলোমিটার দূরে নীল নদ ঘেঁষা তাহতা শহরের এই ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। দেশটির একটি নিরাপত্তা সূত্র বলেছে, খুব বেশি গতিতে না ছুটতেই ট্রেন দুটির সংঘর্ষ হয়েছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষ ৩২ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে কয়েক ডজন অ্যাম্বুলেন্সে করে আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ দুর্ঘটনায় ১৬৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। 

উত্তর-পূর্ব আফ্রিকা অঞ্চলে মিসরের সবচেয়ে পুরোনো ও দীর্ঘ রেলওয়ে সংযোগ রয়েছে। দেশটিতে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

কায়রোতে বহুতল ভবন ধসে নিহত ৫: এদিকে মিসরের কায়রোতে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে অন্তত পাঁচজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। শনিবার ভোরারাতে ভবন ধসের ওই ঘটনা ঘটে।