সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন।  ঢাকা স্টক এক্সচেঞ্জে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনের প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩৩৩ পয়েন্টে। তবে লেনদেনের এ প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে বিনিয়োগকারীদের। কারণ, গত সপ্তাহের বেশিরভাগ সময়ই বাজার নিম্নমুখী প্রবণতায় দেখা গেছে।

এদিকে সূচক বৃদ্ধির পাশাপাশি ঊর্ধ্বমুখী রয়েছে সিংহভাগ কোম্পানির শেয়ারদর। প্রথম ৩০ মিনিটে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯০টির। পক্ষান্তরে কমেছে ৫১টির; অপরিবর্তিত রয়েছে ৯৬ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর।

অন্যদিকে লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইতে মোট ৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এখন পর্যন্ত দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে সাভার রিফ্যাক্টরিজ, রহিমা ফুড, আজিজ পাইপস, মালেক স্পিনিং, ঢাকা ডায়িং, কেডিএস, তাল্লু স্পিনিংসহ আরও কিছু কোম্পানি।