দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করা বিমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) দেশ জেনারেল ইন্স্যুরেন্সের নিট মুনাফা হয়েছে ৮৪ লাখ ৯০ হাজার টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৬৫ লাখ ৩০ হাজার টাকা। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৫ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২৭ পয়সা। আইপিও শেয়ার বিবেচনায় নিলে তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়াবে ২১ পয়সা।

এদিকে প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২০) বিমা খাতের এ কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে এক কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল এক কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৮২ পয়সা। আইপিও শেয়ার বিবেচনায় নিলে প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়াবে ৫০ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৫ পয়সা (আইপিও-পূর্ব পরিশোধিত শেয়ারের ভিত্তিতে), আইপিও শেয়ার বিবেচনায় নিলে যা দাঁড়াবে ১১ টাকা ৪৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ছিল দুই কোটি ৪০ লাখ। এর সঙ্গে আইপিও শেয়ার যোগ হলে মোট শেয়ার সংখ্যা দাঁড়াবে চার কোটি।

উল্লেখ্য, গত ২৩ মার্চ দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির মাধ্যমে বরাদ্দকৃত শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করা হয়। তার আগে ১৪-১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিও আবেদনের চাঁদা গ্রহণ চলে।