কুমিল্লায় দুদিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

কুমিল্লায় দুদিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ শুরু হয়ে মেলা শেষ হয় ২৮ মার্চ। কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী। তিনি এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ে আলোকপাত করেন। কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহদাত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি