টিকা দেয়াই হচ্ছে দীর্ঘ মেয়াদে সমাধান

কভিডের কয়েকটি টিকার প্রয়োগ এগিয়ে চলছে। অন্য টিকাগুলো প্রয়োগ-উপযোগী করতে বেশ দ্রুত গতিতে কাজ চলছে। কিন্তু এটি সফল হবে কি না, কিংবা বিশ্বজুড়ে এই টিকা দেয়া যাবে কি না, সে নিশ্চয়তা নেই।

কভিডের সংক্রমণ মোকাবিলায় ব্রিটেনের বর্তমান কৌশল হলো, আক্রান্তের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনা, যাতে হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ না হয়ে যায়। হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে গেলে আইসিইউতে জায়গা পাওয়া যাবে না। ফলে মৃতের সংখ্যা বাড়তে থাকবে।

ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্সি বলেন, কভিডের সংক্রমণ কখন কোন পর্যায়ে যাবে, সেটি নিয়ে সুনির্দিষ্ট সময়সীমা দেয়া সম্ভব নয়।

লন্ডনের ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন বলেন, সংক্রমণের মাত্রা কমিয়ে রাখা গেলে কমসংখ্যক মানুষ আক্রান্ত হয়। অন্তত দুই বছরের বেশি এটি করা গেলে দেশের একটি বড় অংশ ধীরে ধীরে আক্রান্ত হবে। ফলে স্বাভাবিক নিয়মে রোগ প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু এ কৌশলের মাধ্যমে গড়ে ওঠা রোগ প্রতিরোধ ব্যবস্থা কত দিন টিকবে, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। অতীতে কভিডের অন্যান্য ধরনের যেসব সংক্রমণ হয়েছে, সেসব ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থা খুব ভালো কাজ করেনি। অনেক মানুষ বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন।

বিকল্প কী? অধ্যাপক উলহাউজ বলেন, তৃতীয় বিষয়টি হলো মানুষের আচার-আচরণে স্থায়ী পরিবর্তন নিয়ে আসা. যাতে সংক্রমণের মাত্রা বেশি না হয়। বর্তমানে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তার মধ্যে কিছু বিষয় রয়েছে। যেমন: কেউ কভিডে আক্রান্ত হলে তাকে বিচ্ছিন্ন করে রাখা কিংবা পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি জোরদার করা।

তিনি আরও বলেন, কভিডের টিকা কার্যকর হলে সেটি অন্য কৌশলগুলো বাস্তবায়নে  সহায়ক হবে।

মানুষের মধ্যে কভিড আক্রান্তের লক্ষণ দেখা দেয়ার সময়ই টিকা দেয়া গেলে সেটি অন্যদের মাঝে ছড়িয়ে যাওয়ার বিষয়টি বন্ধ করতে পারে। অথবা হাসপাতালে চিকিৎসা দেয়ার মাধ্যমে এই রোগের মাত্রা কমিয়ে আনা যায়, যাতে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের ওপর চাপ কমে। এটি করা সম্ভব হলে সবকিছু বন্ধ করে দেয়া বা লকডাউনের প্রয়োজন পড়বে না। এছাড়া হাসপাতালের আইসিইউতে বেশি শয্যার ব্যবস্থা করা গেলে বেশি রোগীকে সেবা দেয়া সম্ভব। বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য এটিও স্বীকৃত উপায়। ব্রিটেনের চিকিৎসাবিষয়ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ক্রিস হুইটি বলেন, টিকা দেয়াই হচ্ছে দীর্ঘ মেয়াদে সমাধান।

বিবিসির প্রতিবেদন অবলম্বনে