করোনায় বিপর্যস্ত ভারতের পাশে বিশ্ববাসী

শেয়ার বিজ ডেস্ক: করোনায় বিপর্যস্ত ভারতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, চীন, পাকিস্তান ও সৌদি আরবসহ মিত্রদেশগুলো সহযোগিতায় এগিয়ে এসেছে। করোনা প্রতিরোধে পিপিই, ভেন্টিলেটর ও অক্সিজেন তৈরির কাঁচামাল আবার রপ্তানির ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাজ্যও ভারতে অক্সিজেন ও কাঁচামালসহ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। খবর: বিবিসি, রয়টার্স, এনডিটিভি।

কভিড মহামারিতে বিপর্যস্ত ভারতকে সহায়তার অংশ হিসেবে জরুরি ভিত্তিতে টিকা তৈরির কাঁচামাল পাঠানোর কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে চিকিৎসা সরঞ্জাম ও ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রীও পাঠানোর কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার তিনি এ কথা জানান।

টুইটারে দেয়া এক বার্তায় বাইডেন বলেন, মহামারির শুরুর দিকে সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রে মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছিল ভারত। আর ভারতের এখন সহায়তা প্রয়োজন। দেশটির এই প্রয়োজনের সময়ে যুক্তরাষ্ট্র সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠাবে বলে জানায় বাইডেন প্রশাসন। রোববার ওই বিবৃতিতে বলা হয়, ভারতের সেরাম ইনস্টিটিউটে কোভিশিল্ড টিকা প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল জরুরি ভিত্তিতে পাঠানো হবে।

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাজ্য। বিশ্বকে করোনামুক্ত করতে যাবতীয় পদক্ষেপ নেবো আমরা।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রাথমিকভাবে ভারতকে ১৪০টি ভেন্টিলেটর ও ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির এ মেডিকেল সহায়তার প্রথম চালানটি আজ মঙ্গলবার নয়াদিল্লিতে পৌঁছাবে। সামনের সপ্তাহগুলোয় এ ধরনের চিকিৎসা সহায়তা আরও পাঠাতে পারে দেশটি।

এদিকে প্রতিবেশী চীন ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবীসহ ওষুধ ও কাঁচামাল দেয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে দিল্লির সঙ্গে সর্বাক্ষণিকভাবে যোগাযোগ রাখছে বেইজিং।

এরই মধ্যে মধ্যপ্রচ্যের অন্যতম বন্ধু দেশ সৌদি আরব থেকে রোববার রাতে ভারতে ৮০ টন অক্সিজেন উপহার হিসেবে দিল্লিতে পৌঁছেছে।

এদিকে গতকাল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সাড়ে তিন লাখের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছেন দুই হাজার আটশ’র বেশি মানুষ।

ভারতের হাসপাতালগুলোয় অক্সিজেনের হাহাকার বেড়েই চলছে। তিল ধরার ঠাঁই নেই হাসপাতালে। অক্সিজেন সরবরাহ না থাকায় দিল্লির হাসপাতালগুলো রোগী নেয়া বন্ধ করে দিয়েছে। করোনা পরিস্থিতিকে ‘সংক্রমণের ঝড়’ উল্লেখ করে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে বিশ্ববাসীরও সহযোগিতা চান। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও অক্সিজেনের জন্য সবার কাছে আকুল আবেদন করেন। এ অবস্থায় ভারতের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিশ্বনেতারা। গত কয়েক দিন ধরেই টানা সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই।

গতকাল সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিন লাখ ৫২ হাজার ৯৯১ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৩ লাখ ছয় হাজার ৩০০। একই সময়ে মৃত্যু হয়েছে দুই হাজার ৮১২ জনের, যা এখন পর্যন্ত এক দিনে সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে এক লাখ ৯৫ হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে।