প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): গতকাল রোববার থেকে সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১৬ থেকে ২০ মে) শুরু হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা কমিউনিটি ক্লিনিকে ওই সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে সপ্তাহের উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আরমান হোসেন রনি প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূূত্র জানিয়েছে, এবার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে উপজেলার প্রায় ৩৪ হাজার শিশুকে (৫ থেকে ১৬ বছর) কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহজুড়ে উপজেলার ১৪টি কমিউনিটি ক্লিনিকে এ বয়সসীমার সব শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। তবে উপজেলার পাঁচটি ইউনিয়নের যেসব ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক নেই সেখানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।