তিন মাস ধরে শ্রমিকরা বেতন পাচ্ছেন না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত পদ্মা ওয়্যারস লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখে চার মাস আগে মালিক উধাও হয়ে গেছেন। কারখানা কর্তৃপক্ষ ও বেপজা কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস না পেয়ে বারবার আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। গতকাল সকাল থেকে ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকরা। কয়েক মাস আগেও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনরত শ্রমিকরা বলেন, বকেয়া বেতন না দিয়ে তিন মাস ধরে কারখানা বন্ধ। মালিকপক্ষ উধাও। আর বকেয়া বেতন-ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া পরিশোধে কারখানা কর্তৃপক্ষ ও বেপজা কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাসও মিলছে না। এ সময় পদ্মা ওয়্যারস লিমিটেডে কর্মরত শ্রমিক কল্যাণ সমিতির সদস্য মো. ওবায়দুল ইসলাম বলেন, গত ফেব্রুয়ারিতে কারখানার মালিক পালিয়েছেন। আমাদের চার বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা, ছুটির টাকা ও চার-পাঁচ মাসের মাসিক বেতন বকেয়া রয়েছে। তিন মাস ধরে কারখানা বন্ধ। বেপজা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও সমাধান হয়নি। আমাদের পাওনা আদায়ে কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।

শ্রমিকদের দুই ঘণ্টা ধরে চলা আন্দোলনের কারণে ইপিজেড সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন পথযাত্রীরা।

ইপিজেড থানার এসআই সাজেদ কামাল বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে পদ্মা ওয়্যারস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। বেপজা কর্তৃপক্ষ এসে আশ্বাস দেয়ার পরও তারা সড়ক অবরোধ করে আছেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেছি। পরে তারা সরে যান।

এ ব্যাপারে জানতে পদ্মা ওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান নিছার উদ্দীন সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে সাম্প্রতিক আলাপকালে প্রতিষ্ঠানটির ম্যানেজার নূর মোহাম্মদ মানিক বলেন, গত ফেব্রুয়ারির বেতন ছাড়া কোনো বেতন বকেয়া নেই। তাদের আন্দোলন অযৌক্তিক। তবে কয়েক দিন ধরে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এমনকি ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।