শেয়ার বিজ ডেস্ক: সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিশিয়াল সিক্রেটস’ আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভা, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন। শেয়ার বিজের প্রতিনিধিদের পাঠানো নানা খবর নিয়ে এ আয়োজন।
গাজীপুর: গাজীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ সভা, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তার করার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুর প্রেস ক্লাব ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব যৌথভাবে এ কর্মসূচির ডাক দেন তারা। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে অবিলম্বে মুক্তির দাবি জানান।
যশোর: রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে সাংবাদিকদের সাতটি সংগঠন সমাবেশ, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে সমাবেশ করে সাংবাদিকদের সংগঠনগুলো। এ সময় বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেস ক্লাব সম্পাদক আহসান কবীর, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ। বক্তার বলেন, সরকারের স্বাস্থ্য বিভাগের দুর্নীতি-অনিয়ম পত্রিকার পাতায় তুলে ধরায় অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম আক্রোশের শিকার হয়েছেন। ওই মন্ত্রণালয়ে শ’ শ’ কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্তরা পরিকল্পিত ও বেআইনিভাবে রোজিনাকে ধরে হেনস্তার পর পুলিশে দিয়েছে। ঘটনার সঙ্গে যুক্তদের শত কোটি টাকার মালিক বনে যাওয়ার কাহিনি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সয়লাব হয়ে গেছে। পরে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কেন্দ্রস্থল দড়াটানা ঘুরে কালেক্টরেট চত্বরে গিয়ে ফের সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।
ব্রাহ্মণবাড়িয়া: স্বাস্থ্য বিভাগ দুর্নীতির আঁতুরঘরে পরিণত। এ বিভাগে কর্মরতরা নিজেদের দুর্নীতিকে ঢাকতে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করাসহ তাকে মামলা দিয়ে হয়রানি করেছে। অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, স্বাস্থ্য বিভাগে কর্মরত কাজী জেবুন্নেছাসহ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের অপসারণ দাবিতে সোচ্চার হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি তুলেন সাংবাদিকরা।
ঠাকুরগাঁও: রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল ঠাকুরগাঁও শহর। শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁওয়ের সচেতন সাংবাদিক ও নাগরিক এবং রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এমন উত্তাল মুহূর্ত দেখা গেছে। এ কর্মসূচিতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সহসভাপতি জাকির মোস্তাফিজ মিলু, প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান, জেলা উদীচীর সহসভাপতি এমএস আহমেদ রাজু, সাংবাদিক রেজওয়ানুল হক রিজু প্রমুখ। বক্তারা বলেন, রোজিনার বিরুদ্ধে তথ্য চুরির দায়ে মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাকে হেনস্তাকারী স্বাস্থ্য বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
চুয়াডাঙ্গা: সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি পেশ করেছে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকরা। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি আজাদ মালিতা, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, এটিএন বাংলার প্রতিনিধি রফিক রহমান প্রমুখ। সাংবাদিক নেতারা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সংঘটিত এই ন্যক্কারজনক ঘটনায় স্বাধীন সাংবাদিকতা, মানবাধিকার ও নাগরিকের মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত করা হয়েছে।
জামালপুর: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক রেখে নির্যাতন, গ্রেপ্তার ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুরে জেলা প্রেস ক্লাব। বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রোজিনা ইসলামকে নির্যাতনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবির পাশাপাশি অবিলম্বে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি করেন।
মাগুরা: রোজিনা ইসলামকে হেনস্তা, মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এমআর রোডে সরকারি কলেরে সামনে প্রথম আলো বন্ধুসভা মাগুরা এ মানববন্ধনের আয়োজন করে।
গোপালগঞ্জ: পেশাগত দায়িত্বপালনকালে সচিবালয়ে সাংবাদিককে রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন, মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি হয়েছে। এতে জেলায় কর্মরত নানা ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
ফরিদপুর: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও তাকে নিপীড়নের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে এভাবে হেনস্তা করা, তার সঙ্গে ন্যক্কারজনক আচরণ ও নিপীড়ন এবং আটক করে কারাগারে নিক্ষেপ করার ঘটনায় দেশের গোটা সাংবাদিক সমাজ স্তম্ভিত। এ সময় অন্যান্যের মধ্যে ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, মহিলা পরিষদ ফরিদপুরের সভানেত্রী শিপ্রা রায়, সনাক ফরিদপুরের সভাপতি শিপ্রা গোস্বামী, সিপিবির প্রেসিডিয়াম মেম্বার রফিকুজ্জামান লায়েক প্রমুখ উপস্থিত ছিলেন।