বোচাগঞ্জে লিচু বাগান থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাড়ে ৭৬ কেজি ওজনের তিনটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার ভাদুয়ারি এলাকায় অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় লিচুর বাগান থেকে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি, ৩১ কেজি ওজনের একটি বেদী ও সাড়ে সাত কেজি ওজনের একটি রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, কষ্টিপাথরের মূর্তিগুলো পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে এনে রাখা হয়েছিল। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মূর্তিগুলোর আনুমানিক মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা হতে পারে।