সিরাজগঞ্জে পানিতে ডুবে মারা গেল দুই শিশু

প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গিয়েছে। শুক্রবার রাতে উপজেলার তালম ইউনিয়নের তরাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো মোক্তার হোসেনের মেয়ে মুক্তি খাতুন (৬) ও তার খালাতো ভাই আতিক (৭)। জানা গেছে, বিকালে দুই শিশু বাড়ির পাশে পুকুর পারে খেলা করছিল। এরই মাঝে তারা গোসল করতে পুকুরে নেমে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। রাতে পুকুরে তাদের মৃতদেহ ভেসে উঠলে পারিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।