নবাবগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনা

প্রতিনিধি, দিনাজপুর:‘যদি হই রক্তদাতা, জয় করব মানবতা’ সেøাগান সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিনা খরচে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় দাউদপুর বহমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মো. নুর ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাব্বির আহম্মেদ নিয়নসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।