কাবুলে বাসে বোমা হামলায় নিহত ১২

শেয়ার বিজ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি যাত্রীবাহী বাসে পৃথক বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উভয় হামলায় মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পশ্চিমাংশে ঘটেছে। খবর: রয়টার্স।

কাবুলের ওই অংশটি শিয়া অধ্যুষিত। এর আগেও এই এলাকাটিয় অনেকবার হামলা চালানো হয়েছিল। এর অনেকগুলো ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলো চালিয়েছিল বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তবে কোনো গোষ্ঠী বোমা হামলার দায় স্বীকার করেনি।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, বিস্ফোরণের সময় উভয় বাসেই যাত্রী ছিল। দুই হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সাম্প্র্রতিক মাসগুলোয় আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা, যানবাহনের নিচে পেতে রাখা ছোট চুম্বুক বোমা ও অন্যান্য হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য, বিচারক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকদের লক্ষ্যস্থল করা হয়েছে।

সাধারণত দেশটির সরকার এসব হামলার জন্য তালেবানকে দায়ী করে, কিন্তু বিদ্রোহী গোষ্ঠীটি এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।  ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণা আসার পর থেকে আফগানিস্তানজুড়ে সহিংসতা হঠাৎ করে অনেক বেড়ে গেছে।