নিজস্ব প্রতিবেদক: প্রতিটি ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। আগামী ৮ জুন থেকে এ ৫০ শতাংশ টিকিটের অর্ধেক, অর্থাৎ ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে এবং বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ ও অনলাইনে বিক্রি করা হবে।
গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশ রেলওয়ে থেকে জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, কভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে।
নতুন নির্দেশনা অনুসারে, আগামী ৮ জুন থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।
কাউন্টার ও মোবাইল অ্যাপে অনলাইন কোটার অবিক্রীত টিকিট যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে যুগপৎভাবে, অর্থাৎ যেকোনো মাধ্যমে ইস্যু করা হবে। জারি করা টিকিট ইস্যু ও স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।