রিলায়েন্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিক শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিগুলো এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির গত ২৩ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬১ টাকা ৭০ পয়সা, যা গত ২৭ মে লেনদেন হয় ৭৬ টাকা ৮০ পয়সায়। এ হিসেবে তিন কার্যদিবসের ব্যবধানে দর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির গত ২৩ মে ২০২০ থেকে ধারাবাহিকভাবে শেয়ারদর বাড়ছে। ২৩ মে কোম্পানির শেয়ারদর ছিল ৬৭ টাকা ৪০ পয়সা, যা ৩১ মে ৯৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ৩৪ শতাংশ বা এক টাকা ৪০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১০২ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওইদিন কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ১০১ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১১১ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়।