প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার অভয়পাড়া গ্রামে ইসমাইল প্রধানীয়া বাড়ির পুকুর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে ওই গ্রামের মানিক নামের এক যুবক সাপটি দেখার পর ধরতে গেলে সেটি পাশের পুকুরে নেমে যায়।
এ সময় স্থানীয় লোকজন পুকুরে মাছ ধরার জাল ফেলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে প্রায় আট কেজি ওজনের আনুমানিক সাত ফুট লম্বা অজগরটি উদ্ধারের পর বস্তাবন্দি করেন।
ইউপি সদস্য ইউনুছ মুন্সী জানান, সাপটিকে আটকের পর অভয়পাড়া বাজারে আনেন স্থানীয় জনতা। তবে সাপটি কোথা থেকে কীভাবে এখানে এসেছে তা জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফুল ইসলাম আরশ বলেন, অজপাড়াগাঁয়ে অজগর উদ্ধারের বিষয়টি খুবই অদ্ভুত। এটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু উপজেলা প্রাণী সম্পদ ও বন বিভাগ সাপটি উদ্ধার কিংবা নিয়ে যাওয়ার বিষয়ে এখনও কোনো সহযোগিতা করেনি।
কয়েক মাস আগে হাজীগঞ্জ উপজেলার কাঁঠালি চিলড্রেন পার্ক থেকে একটি অজগর খাঁচা থেকে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অজগরটি পালিয়ে গেলেও পার্ক কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখেছিল তখন।