৯ মাস পর পর্যটকদের জন্য খুলে দেয়া হলো আইফেল টাওয়ার

শেয়ার বিজ ডেস্ক: কভিডের বিধিনিষেধ শিথিল হওয়ায় দীর্ঘ ৯ মাস পর পর্যটকদের জন্য উম্মুক্ত করা হলো ইউরোপের দর্শনীয় স্থাপনা আইফেল টাওয়ার। স্থানীয় সময় গতকাল শুক্রবার থেকে ফরাসি কর্তৃপক্ষ দেশীয় ও আন্তর্জাতিক সব পর্যটকদের জন্য আইফেল টাওয়ার খুলে দেয়। খবর: বিবিসি, এএফপি।

ফরাসি কর্তৃপক্ষ বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আইফেল টাওয়ার কখনও এতদিন বন্ধ থাকেনি। শুধু বিশ্বব্যাপী কভিড মহামারির জন্য ৯ মাস বন্ধ রাখা হয়।

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লোহার তৈরি আইফেল টাওয়ার সাধারণের জন্য খুলে দেয়ায় বিশ্বের অন্যতম এ পর্যটন আকর্ষণের এক হাজার ফুট উচ্চতায় (৩০০ মিটার) এর চূড়ায় যেতে পারবেন দর্শনার্থীরা।

তবে কভিড মহামারির প্রকোপের কারণে এর চূড়ায় উঠার সংখ্যা সীমাবদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, দিনে আইফেলের চূড়ায় স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক অর্থাৎ ১৩ হাজার মানুষ উঠতে পারবেন। শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি পালনে এই ব্যবস্থা।    

এছাড়া আগামী বুধবার থেকে আইফেল টাওয়ারে গেলে দর্শনার্থীদের টিকা নিয়েছেন সেই প্রমাণপত্র অথবা কভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার প্রমাণ দিতে হবে। ফ্রান্স সরকার সম্প্রতি যেসব নির্দেশনা জারি করেছে তার অংশ হিসেবেই এসবের প্রয়োজন পড়বে।    

আইফেল টাওয়ার পরিচালনাকারী কোম্পানির প্রধান জ্যাঁ ফ্রান্সিস মার্টিনস ফরাসি বলেছেন, ‘অবশ্যই এতে করে দর্শনার্থীদের জন্য আইফেল টাওয়ারের কার্য পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তবে এটা অবশ্য মানিয়ে নেয়া সম্ভব।’

কর্তৃপক্ষের ধারণা, কভিডে অর্ধেক দর্শনার্থী হবে ফরাসি। বাইরের দেশের মধ্যে স্পেনের দর্শনার্থী হবে বেশি। ব্রিটিশ পর্যটকেরও তেমন দেখা না গেলেও মার্কিন পর্যটক ১৫ শতাংশ এবং অল্প কিছু সংখ্যক দর্শনার্থী এশিয়ার দেশগুলোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৮৮৯ সালের ৩১ মার্চ আইফেল টাওয়ার সাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে তিরার্দ ও টাওয়ার তৈরির কাজ করা ২০০ নির্মাণ শ্রমিকের উপস্থিতিতে উদ্বোধন করা হয় প্রকৌশল বিদ্যার এই বিস্ময়। টাওয়ারটির নামকরণ করা হয় এটির রূপকার, প্রকৌশলী গুস্তাভ আইফেলের নামে।