নিজস্ব প্রতিবেদক:‘এন’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উত্তীর্ণ হলো ব্যাংক খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য সাড়ে সাত শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তাই ‘এন’ ক্যাটেগরি থেকে ‘এ’ ক্যাটেগরিতে গেল কোম্পানিটির শেয়ার। ‘এ’ ক্যাটেগরির অধীনে আজ মঙ্গলবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯৬ পয়সা এবং ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারি করা নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটেগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটেগরিতে ওই সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদানে প্রথম ৩০ দিন নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
এদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২১) শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২২ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসের (জানুয়ারি-জুন, ২০২১) হিসেবে ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৯ পয়সা। এছাড়া ২০২১ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সা।
এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে শূন্য দশমিক ৩৫ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৩৩ লাখ ৫৩ হাজার ৩০৪টি শেয়ার মোট এক হাজার ৬০৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৯ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২৮ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২৮ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়।