লকডাউনেও এক দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৮ হাজার যানবাহন পারাপার

প্রতিনিধি, টাঙ্গাইল: কঠোর লকডাউনের মধ্যে হঠাৎ পোশাকসহ শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণায় শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে এক দিনের জন্য গণপরিবহন চালু করে সরকার। এই এক দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে লকডাউনে রেকর্ড-সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার গণপরিবহনসহ অন্যান্য যানবাহন সেতু পার হয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা থেকে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লড়ি, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন মিলিয়ে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।