প্রতিনিধি, মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামে জহির দেওয়ানের বস্তিতে অগ্নিকাণ্ডে ৪৪টি ঘর ভস্মীভূত হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, আগুন লাগার এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর মালিক জহির দেওয়ান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ মনির দেওয়ান, খোকন মুন্সী, লিটন ঢালী ও শরিফ আমাদের ঘরে আগুন দিয়েছে। এর আগেও দুইবার আগুন দিয়েছিলো তারা। তখন আগুন লাগার সময় আশপাশে লোকজন থাকাতে এক ঘণ্টার মধ্যে আগুন নিভাতে পেরেছিলাম। কিন্তু এবার আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল।
তিনি আরও বলেন, এর আগে আগুন লাগানোর ঘটনায় তাদের নামে আমি লৌহজং থানায় জিডি করেছিলাম।
লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, জানা যায় ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা ও আসবাবসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে।
এখানের ৫০টি ঘরের মধ্য ৪৪টি ঘর পুরে গেছে বলে জানিয়েছেন ওসি আলমগীর হোসেন।