নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। টিকা পেতে ধৈর্য ধরতে হবে। এ মাসের মধ্যেই এক কোটি ডোজ টিকা আসবে বলেও জানান মন্ত্রী। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, সারাদেশে আমাদের টিকা কার্যক্রম চলছে। এটি চলমান থাকবে। এক সপ্তাহের মধ্যে ৫৪ লাখ ডোজ টিকা আসবে। পরের মাসে আবার ৫০ লাখ ডোজ আসবে। সবমিলিয়ে এ মাসেই এক লাখ ডোজ টিকা আসবে।
তিনি বলেন, পৌনে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কোটি কোটি লোক নিবন্ধন করেছে। সবারই টিকা প্রয়োজন। ২৬-২৭ কোটি টিকা লাগবে। আমরা চেষ্টা করছি। পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন, ধৈর্য ধরতে হবে।
জাহিদ মালেক বলেন, হাসপাতালে যাতে চিকিৎসা ব্যবস্থার চাপ না হয়, সেজন্য সাবধান থাকতে হবে। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কোভিড রোগি যদি এর চেয়ে বাড়ে, তবে হাসপাতালে জায়গা দেয়া সম্ভব হবে না। তাই নিয়ন্ত্রণটাই একমাত্র উপায়। একটা কথা মনে রাখতে হবে, কোভিড রোগির চেয়ে নন কোভিড রোগি এখনো বেশি।