বরিশালে একদিনে কভিডে মৃত্যু ১৪ শনাক্ত ৩৭৭

প্রতিনিধি, বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে কভিডে আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় বিভাগে ৩৭৭ জন নতুন কভিড রোগী শনাক্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক

ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কভিড আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজন ও কভিডে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে কভিডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জন।

একই সময় নতুন করে কভিডে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১১৯ জন। এ সময় বিভাগে মোট ৩৯৫ জন সুস্থ হয়েছেন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৮২৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ১২৬, পটুয়াখালীতে ৫৮, ভোলায় ১১৮, পিরোজপুরে ৩২, বরগুনায় ২৭ ও ঝালকাঠিতে ১৬ জন।

এদিকে কভিডে আক্রান্তদের জন্য জেলা প্রশাসনের বিনা খরচে অক্সিজেন ও দরিদ্র অসহায় মানুষের জন্য ফ্রি মেডিসিন সেবার উদ্বোধন করা হয়েছে। এখন থেকে ফোন করলেই রোগীদের বাসায় এ সেবা পৌঁছে দেয়া হবে।

বুধবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল সদর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ সেবা উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। ডিসি মো. জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

ডিসি জানিয়েছেন, প্রথমে ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা করা এ সেবা পরিচালনা করা হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ওষুধ দেয়া হবে। অক্সিজেনের জন্য ২৪ ঘণ্টার হটলাইন নম্বর (০১৭৪৫-০৩৬৫৪০, ০১৭১২-৭০০৩৩৮, ০১৯৬৯-৭৯৩৮৭৬, ০১৭৬৭-৫৮১৭২২ ও ০১৯৯৯-৭৮৫৮৯৩)।