তালেবানকে ‘ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব’ আফগান সরকারের

শেয়ার বিজ ডেস্ক: একে একে আফগানিস্তানের ১০টি গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। এখন রাজধানী কাবুল দখল করার জন্য এগুচ্ছে তালেবান। গতকাল বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আফগান শহর গজনি দখল করে নিয়েছে তালেবান। শহরটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে। গজনির জ্যেষ্ঠ এক আফগান আইনপ্রণেতা এবং তালেবানের এক শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন। খবর: আল-জাজিরা, এএফপি।

তালেবানকে ‘ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব’: এদিকে সহিংসতা বন্ধে তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে গতকাল বৃহস্পতিবার তালেবানের হাতে ১০ম প্রাদেশিক রাজধানী শহর গজনি পতনের দিনে এ প্রস্তাব দিল কোণঠাসা আফগান সরকার। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস, আগামী ৯০ দিনের মধ্যে তালেবানের হাতে কাবুল সরকারের পতন হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এ শহর দখলের মাধ্যমে মাত্র এক সপ্তাহের মধ্যে দশম আফগান প্রাদেশিক শহর গজনি দখল করল তালেবান। কাবুল ও কান্দাহারকে সংযুক্তকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবস্থিত গজনি শহরটির তাৎপর্য অনেক। এ সড়কটি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের সঙ্গে কাবুলকে যুক্ত করেছে।

গজনির প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমেদ ফাকিরি জানিয়েছেন, ‘তালেবান গজনি শহরের প্রধান প্রধান এলাকা ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে গভর্নরের কার্যালয়, পুলিশ সদর দপ্তর ও কারাগার।’ তিনি আরও বলেন, শহরের বেশ কিছু অংশে এখনও লড়াই চললেও প্রাদেশিক রাজধানী গজনি এখন কার্যত তালেবানের হাতেই।

বুধবার তালেবান উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ নিজেদের দখলে নিয়েছে। আর বৃহস্পতিবার সকালে দখল করল আরেক প্রাদেশিক রাজধানী গজনি। তালেবান

এ নিয়ে গত সাত দিনে ১০টি প্রাদেশিক রাজধানী দখল করল।

এর আগে নিমরোজের রাজধানী জারাঞ্জ, তাখারের রাজধানী তালোকান, কুন্দুজের রাজধানী কুন্দুজ, সার-ই-পলের রাজধানী সার-ই-পাল, সামানগানের রাজধানী আইবাক, জাওজান রাজধানী শেবেরগানের ও বাদাখশানের ফয়জাবাদ দখল করেছে তালেবান।

আফগান সেনাপ্রধান বরখাস্ত: এদিকে তালেবান বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়ায় গতকাল দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল

ওয়ালি মোহাম্মদ আহমাদজাইকে সরিয়ে দেয়া হয়েছে। এর আগে দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমাদজাই গত জুনেই এ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানেই তাকে সরিয়ে দেয়া হলো।