শেয়ার বিজ ডেস্ক: ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার ইতিহাসে অন্যতম বড় চুরির ঘটনা ঘটেছে। ব্লকচেইন সাইট পলি নেটওয়ার্কে আক্রমণ করে ৬০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। একে স্মরণকালের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা বলে বর্ণনা করছেন খাতসংশ্লিষ্টরা। তবে হ্যাকাররা ৬০ কোটি ক্রিপ্টোকারেন্সি ডলার চুরির এক দিন পর বুধবার তার প্রায় অর্ধেক ২৬ কোটি ডলার ফেরত দিয়েছে। খবর: বিবিসি।
গত মঙ্গলবার পলি নেটওয়ার্ক টুইটারে ওই ক্রিপ্টোকারেন্সি হ্যাকারকে যোগাযোগের আহ্বান জানায়। এরপর ওই হ্যাকার একটি মেসেজ দিয়ে চুরি করা ক্রিপ্টোকারেন্সি ডলারের প্রায় অর্ধেক ফিরিয়ে দেয়। বার্তায় লিখে রাখে, ‘অর্থের প্রতি তেমন আগ্রহ নেই’। আর বুধবার পলি নেটওয়ার্ক নিশ্চিত করেছে তারা চুরি যাওয়া ২৬ কোটি ক্রিপ্টোকারেন্সি ডলার ফেরত পেয়েছে।
টুইটারে পলি নেটওয়ার্ক জানিয়েছে, তিন ধরনের ডিজিটাল মুদ্রায় তারা ওই অর্থ পেয়েছে। ৩৩ লাখ ডলারের ইথেরিয়াম, ২৫ কোটি ৬০ লাখ ডলারের বিন্যান্স এবং ১০ লাখ ডলারের পলিগন নামের ক্রিপ্টোমুদ্রা। তবে ওই হ্যাকারকে চিহ্নিত করা যায়নি। আদৌ এটি কোনো হ্যাকারের বার্তা কি না সে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কম্পিউটার সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা কয়েক হাজার ডিজিটাল টোকেন চুরি করেছে বলে জানিয়েছে পলি নেটওয়ার্ক। প্রাথমিক তদন্তের পর পলি নেটওয়ার্ক জানিয়েছে, হ্যাকাররা ‘কনট্র্যাক্ট কলে দুর্বলতার’ সুযোগ নিয়েছে।
চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সির মধ্যে ছিল- ২৬ কোটি ৭০ লাখ ডলার সমমূল্যের ইথার মুদ্রা, ২৫ কোটি ২০ লাখ ডলারের বাইন্যান্স কয়েন এবং প্রায় আট কোটি ৫০ লাখ ডলারের ইউএসডিসি টোকেন।
হ্যাকিংয়ের ঘটনার ব্যাপারে অবহিত থাকলেও তাদের আদতে বেশিকিছু করার নেই বলে জানিয়েছেন বাইন্যান্সের প্রধান নির্বাহী চ্যাংপেং ঝাও।
গবেষণা সংস্থা সাইফারট্রেস জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে ক্রিপ্টোকারেন্সির ৪৭ কোটি ৪০ লাখ ডলার ক্ষতি হয়েছে। ২০১৯ ও ২০২০ সালে ওই খাতে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল যথাক্রমে ৪৫০ কোটি ডলার এবং ১৯০ কোটি ডলার।