সৈয়দ মহিউদ্দীন হাশেমী, সাতক্ষীরা: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।
গতকাল রোববার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০০ পরিবারের মাঝে ও সদরের ভোমরা বিওপি এলাকায় ৫০ ও কলারোয়ার মাদরা বিওপি এলাকায় ৫০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা করা হয়।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি এসব খাদ্যসামগ্রী বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মো. আশরাফুল আলম প্রমুখ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, তেল ও লবণ।
লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় কভিডকালে এই মানবিক সহায়তার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।